1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ইয়াবার বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নিন

  • আপডেট সময় শনিবার, ১৯ মে, ২০১৮

সংবাদ পাঠ করে উদ্বিগ্ন হওয়া একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার, বাংলাদেশের যে-কোনও সাধারণ পাঠকের জন্য। কারণ এ দেশে প্রতিনিয়ত এমন সব ঘটনা ঘটে, যে-ঘটনাগুলো আজগুবি ঘটনা অব্যশ্যই নয়, বরং কঠিনকঠোর বাস্তবতার স্পর্শে প্রচণ্ড প্রখর। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমন একটি সঙ্কট সৃষ্টি করেছে। এসব সঙ্কট দেশের মানুষকে উদ্বিগ্ন করে না, করে আতঙ্কিত। এ আতঙ্কের কোনও সীমা নেই। বোধ করি যে-কোনও সম্পাদকীয় দপ্তরে সত্যিকার অর্থেই সংবাদ পাঠের প্রতিক্রিয়াজাত উদ্বিগ্নতায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রতিনিয়ত লেগেই থাকে এবং প্রায়ই বিরতিহীনভাবে আতঙ্কিত হওয়ার মতো অনুষঙ্গও তাতে একেবারে কম থাকে না। সংবাদপাঠে যখন জানা যায় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‘ইয়াবা মহামারি আকারে দেশে প্রবেশ করছে, যা উদ্ধার হচ্ছে তা প্রবেশ করা ইয়াবার মাত্র ৪ শতাংশ।’ তখন সম্পাদকীয় দপ্তর উদ্বিগ্ন হয় না, রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, এর অনিবার্য ভয়ংকর স্বরূপটা কী, তা অনুমান করতে খুব বেশি একটা বুদ্ধি খরচ করতে হয় না।
গতকালের দৈনিক সুনামকণ্ঠের একটি সংবাদশিরোনাম ছিল, “ধূমপান কমলেও বেড়েছে ইয়াবা আসক্তি”। এই শিরোনামটি আতঙ্কিত হওয়ার মতো একটি সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশের জন্য। মিয়ানমার থেকে রোহিঙ্গা রপ্তানির সঙ্কটের চেয়ে ভয়ংকর এই ইয়াবা আসক্তির সঙ্কট। এই সঙ্কট এতই ভয়ংকর যে, কেউ যদি বলেন, একটি দেশে এটম ফাটনোর চেয়ে সে দেশে ইয়াবা রপ্তানি করা অধিকতর ক্ষতিকর, তবে হয় তো তিনি খুব বেশি একটা অত্যুক্তি করবেন বলে মনে হয় না। ইয়াবাসৃষ্ট সঙ্কট জাতির অভ্যন্তরে এক ভয়ংকর উৎপাদনবিমুখ ব্যাধিগ্রস্ত জনসমষ্টি তৈরি করবে, যারা দেশের ভেতরে গভীর ও দুরারোগ্য সঙ্কটের উৎস হয়ে উঠবে। এই তো কদিন আগে পত্রিকায় পরিবেশিত একটি সংবাদ থেকে জানা গেল : একটি ছেলে মাদকের টাকা না পেয়ে তার মাকে কোপিয়েছে। যদি এখনই দেশে ইয়াবা প্রবেশকে বন্ধ না করা যায় তবে ইয়াবা আসক্তরা অদূর ভবিষ্যতে এইভাবে দেশকে কোপাতে থাকবে, তাতে বিচিত্র কী? অবস্থাটা একবার কল্পনা করুন।
প্রতিমন্ত্রী বলেছেন, “আমরা ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। ইয়াবা ব্যবসায়ীদের রক্ত ঝরাতে পিছপা হবো না।” সত্যিকার অর্থে খুব সাহসী ও বিপ্লবাত্মক ঘোষণা। আমরা তাঁকে অভিনন্দন জানাই। তবে ইতোমধ্যে দেশে সর্বত্র বিস্তৃত ও বিশাল আকার নেওয়া ইয়াবা অর্থনীতি তথা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে নিয়োজিত করার আগে ইয়াবা পাচার রোধে সীমান্তে ইয়াবা পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের নির্মূল করার ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com