স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের তিন উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগণ শপথগ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম দিরাই, শাল্লা ও জগন্নাথপুর এই তিন উপজেলার ২০ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকমল হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আলতাব হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ূন কবীর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা প্রমুখ।
শপথগ্রহণ করেন দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, করিমপুর ইউপি চেয়ারম্যান মো. আছাব উদ্দিন সরদার, জগদল ইউপি চেয়ারম্যান শিবলী বেগ, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজওয়ান খান, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, তাড়ল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, কুলঞ্জ ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান। শাল্লা উপজেলার হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, আটগাঁও ইউপি চেয়ারম্যান কাশেম মিয়া, বাহারা ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র দাস, শাল্লা ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়া। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর হাশিম, পাটলী ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. আরশ মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা, শাহারপাড়া ইউপি চেয়াম্যান মো. সৈয়দ কামালী, আশারকান্দি ইউপি চেয়াম্যান মো. আবু ইমানী, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মকসুদ মিয়া।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, নির্বাচিত চেয়ারম্যানগণ প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করবেন এবং অসহায় ও দরিদ্রদের কল্যাণে বেশি করে কাজ করবেন। পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়নসহ বাল্যবিবাহ রোধ এবং যৌতুক প্রথা নির্মূলেও ভূমিকা রাখবেন।