স্টাফ রিপোর্টার ::
পবিত্র রমজান মাসকে ঘিরে শুরু হয়েছে ইফতার রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ইফতার রাজনীতিতে সক্রিয় হচ্ছে জামায়াত। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার জেলা জামায়াতে ইসলামী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। শহরের হাছননগরস্থ ইসলামিক সেন্টার মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইফতার রাজনীতির মাধ্যমে দলটি বৈরী রাজনৈতিক পরিস্থিতিতে প্রকাশ্যে ফিরে আসার সুযোগ খুঁজছে। জেলা জামায়াতে ইসলামী এ সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
শনিবারের ইফতার মাহফিল পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এহসানুল মাহবুব জুবায়ের। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নুরুল আলম। হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন আলিফ নুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি মো. জাকির হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর অ্যাডভোকেট সৈয়দ শামস উদ্দীন, বিএনপি নেতা নাদের আহমদ, সদর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন, পৌর আমীর মো. নুরুল ইসলাম, এলডিপি’র শেখ এমদাদুল হক, খেলাফত মজলিশের মো. সাখাওয়াত হোসেন মোহন প্রমুখ। সবশেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।