বাংলাদেশের লেখক-বুদ্ধিজীবী মৌলবাদের বিরুদ্ধে আপসহীন বলেই বার বার মৌলবাদের আক্রমনে পড়তে হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল মৌলবাদের বিরুদ্ধে আপসহীনতার জন্যই আক্রমনের শিকার হন। সরল হাসিতে তাঁর মনের ভেতরের সৌন্দর্য্য ফুঠে ওঠে। তিনি স্পষ্টভাষী, প্রতিবাদী, স্বাপ্নিক। এক কথায় এই প্রগতিশীল লেখক সুন্দরের জন্য, সত্যের জন্য প্রতিবাদ করেন, জেদ ধরেন। আপস করেন না। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনার আলো নিয়ে সমাজ, জাতি এবং দেশ গঠনে পথ দেখিয়ে চলছেন। দাঁড়িয়েছেন মৌলবাদের বিরুদ্ধে। কিন্তু সেই আলোকিত পথ থেকে সরে দাঁড়ানোর জন্য মৌলবাদীরা বার বার রোধ করতে চেয়েছে। তিনি সেই মৌলবাদী বা জঙ্গিবাদীদের কথা, ভয়ভীতি কিছুতেই আপস করেননি। এ আক্রোশ থেকেই যা ঘটার তাই ঘটলো। সমস্ত ভয়কে জয় করে একটি আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্নে শিক্ষাব্রতী হয়ে সর্বত্র আলো ছড়িয়ে চলছেন। গোয়েন্দা সূত্র জানিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে বলে পুলিশের গোয়েন্দা শাখা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেদন দেয়। ওই তালিকায় ড. জাফর ইকবালের নাম ছিল। স্বাধীনতা বিরোধী উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী প্রগতিশীলদের হত্যার জন্য টার্গেট করেছে। ড. জাফর ইকবাল একজন মুক্তচিন্তার প্রতীক, যারা তাঁকে হামলা করেছে, তারা দেশের প্রগতিশীল লেখক কবি সাহিত্যিকদের টার্গেট করে রেখেছে হত্যার জন্য। যদিও আজ হুমকিতে রয়েছেন লেখক বুদ্ধিজীবী তবুও আমরা মৌলবাদের বিরুদ্ধে সব সময়ই আপসহীন ছিলাম এবং আপসহীন থাকব। এসব উগ্রবাদী গোষ্ঠীদের পেছনে কারা রয়েছে তা তদন্ত করে বের করতে হবে এখনই।