সুনামগঞ্জ শহরে অটোরিকসার দৌরাত্ম্য চলছেই। প্রায় প্রতিদিনই বেপরোয়া গতির অটোরিকসা ঘটাচ্ছে দুর্ঘটনা। ঘটছে হতাহতের ঘটনা। শহরে পায়ে হেঁটে চলাও এখন দায় হয়ে পড়েছে। এই অটোরিকসা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, তারা এগুলোর দিকে দৃষ্টি দিচ্ছেন না। অটোরিকসার দৌরাত্ম্যে শহরবাসী আতঙ্কিত। এ যানটি বর্তমানে শহরবাসীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে এসব অবৈধ যান শহর দাপিয়ে বেড়াচ্ছে তা আমাদের বোধগম্য নয়। অটোরিকসা চলাচলে যে সিন্ডিকেটই থাকুক না কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এসব ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। এখানে কোনো ধরনের অনুক¤পা দেখানোর সুযোগ নেই। আমরা চাই না অটোরিকসার কারণে আর হতাহতের ঘটনা ঘটুক। রাস্তা থেকে এসব মরণযান তুলে দিতে হবে। এসব অবৈধ পরিবহনের কারণে দুর্ঘটনা ঘটবে, একজন বাবা তার বুকের ধন সন্তানকে হারাবে, অলিগলিসহ রাস্তায় যানজট সৃষ্টি হবে, তা মোটেই মেনে নেয়া যায় না।