বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
ঈদের পরই বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এমন তথ্য জানিয়েছে জেলা যুবলীগের একটি বিশ্বস্ত সূত্র।
এদিকে, কারা হচ্ছেন যুবলীগের মূল কর্ণধার এ বিষয়টি নিয়ে বেশ আলাপ-আলোচনা চলছে উপজেলাজুড়ে। বিগত মেয়াদের কমিটির দায়িত্বশীলদের রাজনৈতিক কর্মতৎপরতা যাচাই-বাছাই এবং উপজেলা যুবলীগের দায়িত্ব নিতে আসা আ.লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নবাগত নেতা-কর্মীদের কর্মদক্ষতার বিষয়টিও বিশ্লেষণ চলছে।
স্থানীয় যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, রাজনৈতিক কর্মদক্ষরা পদবঞ্চিত হলে মাঠে সক্রিয় হতে পারবে না উপজেলা যুবলীগ। তৃণমূল আ.লীগ নেতৃবৃন্দ বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান সফল করতে হলে আ.লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজাতে হবে। মাস্তান চাঁদাবাজদের প্রতিহত করতে হবে এবং ত্যাগী ও পরীক্ষিতদের পদ উপহার দিতে হবে।
জানা যায়, বিগত মেয়াদের উপজেলা যুবলীগ কমিটির দায়িত্বশীলরা যথাসময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে না পারলেও, বিশ্বম্ভরপুর উপজেলায় আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর মধ্যে একমাত্র যুবলীগই সবচেয়ে বেশি কর্মসূচি দিয়ে দলের নেতাকর্মীদের দলীয় কাজে উজ্জীবিত করে রেখেছিল। যুদ্ধাপরাধীদের ফাঁসির দন্ডাদেশ কার্যকরের দাবিসহ নানা কর্মসূচিতে যুবলীগের ইউনিয়ন কমিটিগুলোও ছিল সক্রিয়।
এদিকে জেলা নেতৃবৃন্দের সাথে কথা হলে তাঁরা বলেন, যোগ্যদেরকেই যুবলীগের মূল দায়িত্ব দেয়া হবে। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসন জেলা রাজনীতির মূল কেন্দ্রবিন্দু তাই এখানে ‘বুঝে শুনে’ কমিটি অনুমোদন দিতে হবে, অন্যথায় আ.লীগকেই এর মাশুল গুনতে হবে। নেতৃবৃন্দ এসব বিষয় মাথায় রেখেই উপজেলা যুবলীগের কমিটি দেবেন বলে জানিয়েছেন।
এদিকে আহ্বায়ক কমিটির মূল দায়িত্বে আসতে পারেন বলে যাঁদের নাম আলাচনায় রয়েছে তাঁরা হলেন- উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক সফর উদ্দিন, রাজেশ তালুকদার, লুৎফুর রহমান নাঈম, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রলীগ নেতা ও হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির বাবলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচএম আব্দুস সালাম, ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, ছাত্রলীগ সহ-সভাপতি জিয়াউল হক তুহিন, ছাত্রলীগ নেতা সুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেদ মাহমুদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোশাররফ হোসেন বাবলু প্রমুখ।