মরণ নেশা ইয়াবা দিনে দিনে তরুণ সমাজকে গ্রাস করছে। গত কয়েক বছরের ব্যবধানে ইয়াবার ব্যবহার ও বিক্রি ব্যাপকহারে বেড়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীর অভিযানে প্রায়ই ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও এর বিস্তার থামানো যাচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, ইয়াবা হেরোইনের চেয়েও ক্ষতিকর। এটা এক ধরনের মনোউত্তেজক মাদক। ইয়াবা সেবনের ফলে সাময়িক শারীরিক উদ্দীপনা বাড়লেও কমতে থাকে জীবনীশক্তি। এর ফলে খুব দ্রুত আসক্তরা আক্রান্ত হয় দুরারোগ্য সব ব্যাধিতে। আর এর সঙ্গে সামাজিক ও পারিবারিক বহুবিধ নেতিবাচক প্রভাবের বিষয়টি তো রয়েছেই।
সাম্প্রতিক বছরগুলোয় মাদক হিসেবে ইয়াবার আগ্রাসন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মাদকাসক্ত মুক্ত হতে চিকিৎসা নিতে আসা রোগীর মধ্যে ৮০ শতাংশ ইয়াবায় আসক্ত। ইয়াবার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চললেও এর আগ্রাসন থেমে নেই। শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্র যেভাবে ইয়াবার জাল ছড়িয়ে পড়েছে, তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দেশের বিরাট সংখ্যক তরুণশক্তি নিয়ে আমরা স্বপ্ন দেখছি, অথচ প্রতিনিয়ত ইয়াবার নেশায় ধ্বংস হচ্ছে তারুণ্য, জাতির ভবিষ্যৎ। একটি প্রজন্ম ধ্বংস হওয়ার আগে আমাদের সবার দায়িত্ব হবে দেশ থেকে মাদক নির্মূল করা। এজন্য দেশের সবাইকে যে যার জায়গা থেকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর হতে হবে। মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর সেবামুখী কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।