বিশেষ প্রতিনিধি ::
জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন্দ্র থেকে ঈদের পর কমিটি দেয়া হবে এই খবর জানতে পেরে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন। তাঁরা ইতোমধ্যে নিজ বলয়ের আ.লীগ নেতাদের সঙ্গে সখ্যতা বাড়িয়ে দিয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন কমিটি ঈদের পরপরই আসবে এমন খবরে বাড়ছে পদ প্রত্যাশীদের সংখ্যা। তাঁদের অনুসারীরা পদ-পদবির দাবি জানিয়ে নেতাদের পোস্টারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। কেন্দ্রে যোগাযোগ করে নিজেকে ‘যোগ্য’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। তাঁরা নিজ বলয়ের আ.লীগ নেতাদের সঙ্গে সখ্যতাও বাড়িয়ে দিয়েছেন।
বিভিন্ন বলয় কমিটি নিজেদের আয়ত্বে আনার চেষ্টা করছে। এই বলয়গুলো হল- জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান বলয়, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলয়, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট বলয় এবং প্রাক্তন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল বলয়। প্রতিটি বলয় থেকেই একাধিক প্রার্থী পদপ্রত্যাশী নেতা আছেন। এছাড়া বয়স, স্থানীয় নিবাস না থাকাসহ নানা কারণে অনেকেই তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে জানাগেছে।
আগামী কমিটির সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আরিফ উল আলম (মেয়র জগলুল বলয়), যুগ্ম সম্পাদক আবুল আহসান শিহাব (ব্যারিস্টার ইমন বলয়), সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি দে, সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিব আল হাসান তপু (ব্যারিস্টার ইমন বলয়), সহ-সম্পাদক নাজমুল হক কিরণ (ব্যারিস্টার ইমন বলয়), রুমেন চৌধুরী’র নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন দেওয়ান এনায়েত রেজা জিসান (সাবেক এমপি মতিউর বলয়), দিপঙ্কর কান্তি দে (মুকুট বলয়), ফয়সল আহমদ (সাবেক এমপি মতিউর বলয়), ইশতিয়াক আলম পিয়াল (ব্যারিস্টার ইমন বলয়), নূর মোহাম্মদ স্বজন (ব্যারিস্টার ইমন বলয়)।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ বলেন, বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি চলছে। সেসব সম্মেলন হওয়ার পর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে কোন প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়নি।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, রোজার পরেই সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।