স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্ত থেকে সোমবার সকালে বাংলাদেশী এক যুবককে ধরে নিয়ে যাওয়ার পর এখনো ফেরত দেয়নি বিএসএফ। উপজেলার লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী সংলগ্ন ১২০৩ নং পিলার অতিক্রম করে পাথর কুড়ানোর সময় বিএসএফ ওই যুবকে আটক করে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে। বিএসএফ এর হাতে আটক যুবক মানিক মিয়া (৩২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড আটক যুবকের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে যাদুকাটা নদীতে পাথর কুড়াতে যান মানিক মিয়া। এসময় তিনি অসাবধানতা বশত বাংলাদেশের সীমানা অতিক্রম করলে শিলং ১১ ব্যাটালিয়নের ঘোমাঘাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে তার স্বজনরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার আটকের বিষয়ে নিশ্চিত হন।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড এর অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহম্মদ বলেন, যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে বিএসএফ আমাদের কিছু জানায়নি। তবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছি ভারতীয় সীমান্তে কর্তব্যরত গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে রাণীকর পুলিশের কাছে হস্তান্তর করেছে।