স্টাফ রিপোর্টার ::
দীর্ঘদিন বন্ধ থাকার পর সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে সপ্তাহব্যাপী কুকুর নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে পৌরসভার একটি বিশেষ টিম কুকুর নিধন অভিযানে নামে। প্রথম রাতে প্রায় ২৫টি কুকুর নিধন করা হয়েছে। আগামী ২২ জুন এ অভিযান শেষ হবে।
সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েক বছর ধরে সুনামগঞ্জসহ সারাদেশে কুকুর নিধন বন্ধ রয়েছে। সম্প্রতি সুনামগঞ্জ শহরে কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় নাগরিকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন পাড়া-মহল্লার নাগরিকরা কুকুর নিধনের অনুরোধ জানান সংশ্লিষ্টদের। এই আবেদনের প্রেক্ষিতে পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার রাত থেকে কুকুর নিধন শুরু হয়। বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫টি কুকুর নিধন করা হয়। একটানা সপ্তাহব্যাপী কুকুর নিধন অভিযান চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুনামগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মো. সেলিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে কুকুর নিধন বন্ধ থাকায় শহরে কুকুরের উৎপাত বেড়েছে। নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত থেকে সপ্তাহব্যাপী কুকুর নিধন শুরু হয়েছে। কুকুর নিধন শেষ হলে নাগরিকরা স্বস্তিতে রাস্তাঘাটে চলাচল করতে পারবেন বলে তিনি জানান।