বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় ফতেপুর খেয়াঘাটে নির্ধারিত ভাড়ার চেয়ে তিন গুন অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হল সদর উপজেলার হবতপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আনোয়ারুল (৩০), গৌরারংয়ের ওয়াহিদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৮)। তাদের প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে। গত রোববার বিশ্বম্ভরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তালুত এ দন্ডাদেশ দেন।
স্থানীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট ইজারাদাররা ফতেপুর খেয়াঘাটটি সুনামগঞ্জ জেলা পরিষদ থেকে লিজ নিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত তিনগুন ভাড়া আদায় করে আসছিল। রোববার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অতিরিক্ত ভাড়ায় আদায়কালে আনোয়ারুল ও হাবিবুরকে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তালুত আটককৃত দু’জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।