ছাতক প্রতিনিধি ::
ছাতকের গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান কোঠার দেয়াল ভেঙে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ নতুন বাজারস্থ সানুর আলীর মালিকানাধীন মেসার্স কছির আলী স্টোরে এ চুরির ঘটনাটি ঘটে।
সানুর আলী জানান, বৃহস্পতিবার দোকানকোঠা তালাবদ্ধ করে বাড়িতে চলে যান তিনি। চোরেরা পেছনের দেয়াল ভেঙ্গে নগদ ৮৭ হাজার, ১৪ কার্টন বেনসন, ১০ কার্টন গোল্ডলিফ ও ৩০ কাটন ক্যাপসটেন সিগারেটসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাজারে নিয়মিত পাহারাদার থাকা অবস্থায় দোকানে চুরি সংঘটিত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। শুক্রবার দুপুরে ছাতক থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।