নীতি-নৈতিকতার বিপরীত যা কিছু তা-ই হলো দুর্নীতি। যা জীবনাচরণ বা বদ-অভ্যাস ব্যক্তিগত জীবনে ভয়াবহ অকল্যাণ বয়ে আনে এবং সমাজকে অত্যন্ত কলুষিত করে, সেই দুর্নীতি আজ বিশ্বব্যাপী একটি ভয়ংকর সামাজিক ব্যাধি হিসেবে পরিণত হয়েছে। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমস্যা ও সম্ভাবনা – এ দুটি প্রত্যয় সমভাবে বিদ্যমান। চারপাশে তাকালে অগণিত সমস্যা চোখে পড়ে তবে দেশি-বিদেশি চিন্তাবিদ আর বিশেষজ্ঞদের কাছে আমাদের উন্নয়নের সম্ভাবনার কথাও অহরহ শোনা যায়। গণতন্ত্র উন্নয়ন, সুশাসন আর মানবাধিকারের মতো সুবচন যেমন আমাদের আশার বাণী শোনায়, তেমনি দুর্নীতি, দারিদ্র্য, সন্ত্রাস, অশিক্ষা আর সাম্যের মতো জটিল জাতীয় সমস্যা আমাদের অন্ধকারে দিকনির্দেশ করে। কিন্তু সমস্যা আর সম্ভাবনার প্রতিটি ক্ষেত্রেই বর্তমান সময়ে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয় তা হলো দুর্নীতি। দুর্নীতি সমাজের প্রচলিত নীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী তথা অপরাধমূলক আচরণ। বিশেষ করে জাতীয় উন্নয়নের পথে দুর্নীতির নেতিবাচক প্রভাবের বিষয়ে বিতর্ক নেই বললেই চলে। উন্নয়ন কর্মকা- পরিচালনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির ফলে সরকারি অর্থের ব্যাপক অপচয়ের কারণে উন্নয়নের মূল কার্যই বাকি থেকে যায়।
এ কথা সকলেরই স্মরণ রাখা দরকার যে এ দেশটি আমার, আপনার, সকলের। ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে যেসকল উদ্দেশ্যকে সামনে রেখে এ দেশটির জন্ম হয়েছিল; সেই সব উদ্দেশ্যকে সফল করার পাশাপাশি স্বাধীনতার প্রকৃত সুফল পেতে হলে এবং নানা সমস্যায় জর্জরিত এ দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে বাঁচাতে হলে দুর্নীতি নামক এই কালো, ভয়ংকর ও সর্বগ্রাসী ব্যাধিকে যে কোনো মূল্যে প্রতিহত করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আসুন, আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে দুর্নীতিকে ‘না’ বলি। দুর্নীতিকে ‘না’ বলার পাশাপাশি দুর্নীতিবাজদেরকে ঘৃণা করি এবং তাদেরকে কঠোরহস্তে প্রতিহত করি।