1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ক্রীড়াঙ্গনে প্রাণের সঞ্চার

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ছাতক থানাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর থানা। টুর্নামেন্টটি সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে প্রাণসঞ্চার করেছে এ কথা বলা বাহুল্য হবে না। হাজার হাজার দর্শক এই টুর্নামেন্ট উপভোগ করেছেন প্রাণভরে। ফাইনাল ম্যাচে গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিল না। তাই দাবি উঠেছে সুনামগঞ্জ স্টেডিয়ামের গ্যালারিতে আসন সংখ্যা বৃদ্ধি করার। আমরাও এই দাবির সাথে একমত পোষণ করছি। সুনামগঞ্জ স্টেডিয়ামের উন্নতির জন্য সংশ্লিষ্টদের নতুন করে ভাবার সময় এসেছে।
বহু বছর ধরেই সুনামগঞ্জের ক্রীড়াঙ্গন ঝিমিয়েছিল। বড় কোনো ফুটবল বা ক্রিকেট আসর দেখা যায়নি। তবে জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লা খানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি সেই ঝিমিয়ে থাকা ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ তুলেছে। সুনামগঞ্জের ক্রীড়াক্ষেত্রে যে হতাশা ভর করেছিল তা অনেকটাই কেটেছে। ভালো খেলা হলে দর্শক মাঠে আসবে, জমজমাট থাকবে ক্রীড়াঙ্গন এটাই সবার কাম্য। এই দৃশ্যটি দেখা গেছে টুর্নামেন্টটিতে। এতে উঠতি খেলোয়াড়রা প্রাণিত হবেন। সফল এই টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আশার আলো জ্বালিয়েছে। এই আয়োজন ভবিষ্যতের জন্য যেমন দিকনির্দেশক, তেমনি প্রেরণা দেবে। আগামীতে এমন জমজমাট টুর্নামেন্ট হোক এটাই কাম্য।
তবে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোতে বিদেশি খেলোয়াড়দের আধিক্য দেখাগেছে। আমরা মনে করি, এক্ষেত্রে দেশী এবং স্থানীয় খেলোয়াড়দের সমন্বয়ে টিম করা উচিত। তাছাড়া নিয়মিতভাবে জমজমাট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখা উচিত। তাহলে নতুন নতুন প্রতিভা বের হয়ে আসবে। আলোকিত হবে দেশের ক্রীড়াক্ষেত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com