1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় বাধা ছিল জামায়াত-শিবির

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০১৬

সুনামকণ্ঠ ডেস্ক ::
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় আলেমদের স্বাক্ষর গ্রহণে তিন শ্রেণির বাধার মুখে পড়েছে ‘একলক্ষ আলিম, মুফতি ও ইমামগণের দস্তখত সংগ্রহ কমিটি’। এর মধ্যে ‘জামায়াত-শিবির-জঙ্গিবাদী গোষ্ঠী’ অন্যতম বাধা বলে অভিযোগ করেছে কমিটি। এছাড়া বাকি দুই শ্রেণি হচ্ছে, জঙ্গিবাদী হামলার আশঙ্কায় দস্তখত করতে চাননি যারা এবং হিংসুকের দল।
জানা গেছে, জঙ্গিবাদবিরোধী ফতোয়া গ্রহণের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নানা ধরনের বাধা সামনে ছিল কমিটির।
ফতোয়ার ‘প্রসঙ্গকথা’য় কমিটির আহ্বায়ক মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ লিখেছেন, ‘কিছু কিছু সমস্যার সম্মুখীন যে হতে হয়নি তা নয়। তিন শ্রেণি থেকে আমাদের বাধাগ্রস্ত হতে হয়েছে। জামায়াত, শিবির ও জঙ্গিবাদী গোষ্ঠী, আমরা জিহাদের বিরুদ্ধে কাজ করছি এই অপবাদ তুলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে এরা নানা ধরনের অপপ্রচার চালিয়েছে।’
মাওলানা মাসঊদ লিখেন, ‘আরেকদল এমন যারা বিষয়টি সমর্থন করেছেন কিন্তু জঙ্গিবাদের হামলার শিকার হওয়ার আতঙ্কে দস্তখত করতে চাননি। আর এই আতঙ্ক তারা প্রচার করেছেন।’ তৃতীয় শ্রেণি স¤পর্কে মাওলানা মাসঊদ লিখেন, ‘আরেক শ্রেণি হল হিংসুকদের।’
শোলাকিয়া ঈদগাহের এই খতিব আশা প্রকাশ করেন, আল্লাহ পাক মেহেরবানী করে সব বাধা কাটিয়ে কাজটি অগ্রসর করে দিয়েছেন। দু’আ করি আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন।’
যদিও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এক সদস্য মাওলানা মাসঊদের অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, জামায়াত এই কার্যক্রমে কোনও বাধা দেয়নি। এ নিয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ দেখাতে পারবেন না মাওলানা মাসঊদ।
জানতে চাইলে কমিটির যুগ্ম সদস্য সচিব মাওলানা সদরুদ্দীন মাকনূন গণমাধ্যমকে বলেন, ‘বরাবরই বাংলাদেশে ইসলামের খেতমতের অন্যতম বাধা জামায়াত। বিশেষ করে ৭১ -এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোণঠাসা হয়ে ইসলামি রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার অপচেষ্টা করেছে। ফলে, জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে তারা বাধা হবে, এটিই স্বাভাবিক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com