সুনামকণ্ঠ ডেস্ক ::
জঙ্গি দমনের অজুহাত দেখিয়ে সরকার বিএনপি নেতাকর্মীসহ জনসাধারণকে নির্বিচারে গ্রেপ্তার করছে অভিযোগ তুলে প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিন সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ হবে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
বৃহ¯পতিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণার পাশাপাশি গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধে উচ্চ আদালতের কাছে সুয়োমটো রুল চেয়েছেন।
রিজভী বলেন, “এই পবিত্র রমজান মাসেও সরকার দয়া-মায়া-মানবতা-আইন-কানুন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাসহ সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্যই এই সাঁড়াশি অভিযানের নামে নির্বিচারে গণগ্রেপ্তার চালাচ্ছে।”
গত ছয় দিনের সাঁড়াশি অভিযানে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২৬৮২ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দেন তিনি।
“পতনের ঝুঁকি এড়াতেই সাধারণ মানুষকে মিথ্যা মামলার জালে আটক করে সরকার দেশব্যাপী নিপীড়ন নির্যাতনের মাধ্যমে দুঃশাসনকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
“এখন দেশে সাঁড়াশি অভিযানের নামে নিরীহ ও নিরাপরাধ মানুষকে হয়রানি আর গ্রেপ্তারের বাণিজ্য চলছে। থানা চত্বর ও কারাগার ফটকের বাইরে দেখা যায়, সম্প্রতি গণগ্রেপ্তারে নিরীহ বন্দিদের হাজার হাজার আত্মীয় স্বজনের আহাজারি।”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “কেন সরকার এই হিংসাশ্রয়ী গণগ্রেপ্তার ও বিচারবর্হিভূত হত্যা বন্ধ করবেন না এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন না- এ বিষয়ে সুয়েমোটো রুল জারি করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মহামান্য উচ্চতর আদালতকে বিনীত অনুরোধ জানাচ্ছি।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সহ সাংগঠনিক স¤পাদক আবদুস সালাম আজাদ ও আবদুল আউয়াল খান উপস্থিত ছিলেন।