স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের ফল মার্কেট থেকে ফুটপাতের ৮টি ফলের দোকান উচ্ছেন করেছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাসের নেতৃত্বে দোকানগুলো উচ্ছেদ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফলবাজারে পোস্ট অফিসের দেয়াল ঘিরে ফুটপাত দখল করে ফলের বাজার প্রতিষ্ঠা করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসন একাধিকবার তাদের উচ্ছেদ করলেও ফের তারা এসে দোকান সাজিয়ে বসে। গত মঙ্গলবার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ফলের বাজারে নিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৮ অবৈধ দোকানদারকে দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনার পরেও দোকান না সরানোয় গতকাল বুধবার প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৮টি দোকান উচ্ছেদ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ফুটপাত দখলমুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত দখল করে দোকান বসানোয় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টিসহ জনগণের দুর্ভোগ হচ্ছে। এ কারণে তাদের উচ্ছেদ করা হয়েছে।