স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের প্রক্রিয়া শুরুর পর পছন্দের বিদ্যালয়ে নিয়োগ পেতে তদবির শুরু করেছেন শিক্ষকবৃন্দ। গতকাল বুধবার তাদের অনেককেই জেলা শিক্ষা অফিসে গিয়ে তদবির করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে সদ্য জাতীয়করণকৃত ৪৩২ বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মেধানুসারে তাদের নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্টরা জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নিয়োগ তৎপরতার খবর পেয়ে প্যানেলভুক্ত শিক্ষক এবং তাদের স্বজনদের অনেকেই বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে ভিড় জমান। নিয়োগ নীতিমালা অনুযায়ী শিক্ষকদের নিজ এলাকার বিদ্যালয়ে নিয়োগ থাকার নির্দেশনা থাকলেও অনেকে পছন্দের বিদ্যালয়ে পোস্টিং পেতে তদবির শুরু করেন। বদলির কাগজপত্র তৈরির সাথে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে প্যানেলভুক্ত শিক্ষক এবং স্বজনরা নীরবে কথা বলেছেন। তাছাড়া রাজনৈতিক ও প্রশাসনিকভাবেও পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য কর্মকর্তাদের কাছে তদবির করছেন তারা।
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় সাত শতাধিক প্যানেলভুক্ত শিক্ষক রয়েছেন। এর মধ্যে শূন্যপদ রয়েছে ৪৩২টি। প্রথমে ৪৩২টি পদেই মেধানুসারে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পদ সৃষ্টি হলে বাকিদের পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে। যারা আপাতত নিয়োগ পাচ্ছেননা তারাও কোনভাবে নিয়োগ পাওয়া যায় কিনা তা নিয়েও শিক্ষা অফিসে এসে কথা বলেছেন। তাদের অনেককেই ভিড় করতে দেখা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আমরা নিয়োগ প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু করব। আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করা হচ্ছে। অনেকে পছন্দের বিদ্যালয়ে পোস্টিং পেতে নানাভাবে তদবির করছেন এই বিষয়টি স্বীকার করেছেন তিনি।