বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকে নিখোঁজ যাওয়া শিশুটির খোঁজ মিলেছে বিশ্বম্ভরপুরে। শিশুটির নাম নামজুমল হাসান হৃদয় (১২)। তার বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায়। দীর্ঘ পাঁচ মাস পর গতকাল মঙ্গলবার শিশুটির সন্ধান পান পরিবারের লোকজন।
জানা যায়, প্রায় পাঁচ মাস আগে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ২-৩জন মাদকসেবী শিশুটির পথ আগলে ধরে পকেটে থাকা মাত্র ১৫ টাকা জোর করে নিয়ে যায়। এরপর শিশুটিকে জোর করে সিলেটগামী ট্রেনে তুলে দেয় মাদকসেবীরা। সিলেটে আসার পর একটি হোটেলে পেটে ভাতে কর্মচারীর কাজ করতে বাধ্য করা হয় তাকে। মোবাইল ফোনেও যোগাযোগ করতে দেয়া হয়নি। এক পর্যায়ে পরিচয় হয় দোকান কর্মচারী বিশ্বম্ভরপুর উপজেলার শিশু বিজয় (১২)-এর সাথে। বিজয় জানায় সেও এক প্রতারকের প্রতারণায় পড়ে সিলেটে গিয়েছিল। এরপর দু’জনেই পালিয়ে বিশ্বম্ভরপুরের জনতা বাজারে চলে আসে। বিজয় জনতা বাজার এলাকার তার নিজ বাড়িতে চলে যায়। নামজুমল হাসান হৃদয় (১২) পেটে ভাতে চাকরি নেয় জনতা বাজারের সুবোধ দেবের রেস্টুরেন্ট।
গত রোববার জনতাবাজারের ওই রেস্টুরেন্টে শিশুটির সাথে কথা হয় বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বিষ্ণু দেবনাথ-এর। তিনি শিশুটির পরিচয় জেনে চট্টগ্রামে মুঠোফোনে যোগাযোগ করেন। শিশুটির মা নাছিমা বেগম ছেলের খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিশ্বম্ভরপুর আসেন। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে শিশু হৃদয়কে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে নাছিমা বেগম আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তিনি বিষ্ণু দেবনাথের প্রতি কৃতজ্ঞতা জানান।