নিকট অতীতে আমরা দেখেছিÑ দেশের অনেক প্রতিভাবান মানুষ প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়। দেশে এই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। গতকালের দৈনিক সুনামকণ্ঠ’র প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়Ñ সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের সংস্কার কাজ না হওয়ায় সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার লাখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সড়কের প্রায় ৭ কিলোমিটারজুড়ে ঢালাই উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সদর উপজেলার মুহাম্মদপুর পয়েন্ট ব্রিজের আশপাশ এলাকার সড়ক, হাঁস প্রজনন কেন্দ্র হ্যাচারির পার্শ্ববর্তী সড়কের ডাকুয়াখালি ব্রিজের উভয় পাশের সড়ক, আছপিয়ানগর, বদিপুর, ব্রাহ্মণগাঁও স্কুলের পাশের সড়ক, হাশিমপুর এলাকার সড়ক, মান্নারগাঁও, ধনপুর, জলালপুর, ঢুলপশী, হাজারীগাঁও ও কাটাখালি বাজার এলাকার সড়ক এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশিরভাগ স্থানে ঢালাই ভেঙে রড ও পাথর বেরিয়ে পড়েছে। গাড়ি চলাচলের সময় ঝাঁকুনিতে মানুষ অতিষ্ঠ হওয়ার পাশাপাশি ধুলোয়াচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। ফলে, ভোগান্তি পোহাতে হচ্ছে এ সড়কে যাতায়াতকারী প্রতিটি মানুষকে। দীর্ঘদিন ধরেই সড়কটির এই হাল। এই সড়কে চলাচলকারীদের দুর্ভোগের মাত্রা কী, তা বলতে পারেন একমাত্র ভুক্তভোগীরাই। সবচেয়ে বড় কথা হলোÑ সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে একটু মেরামত করলেই ব্যবহার উপযোগী থাকতো এবং জনদুর্ভোগ কমতো, কিন্তু যথাসময়ে সেই কাজটি না করায় সড়কগুলোর ক্ষতির মাত্রা বেড়েই চলছে।
আমরা মনে করিÑ প্রাকৃতিক দুর্যোগে হোক আর মনুষ্যসৃষ্ট কারণেই হোক, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুততার সঙ্গে সংস্কারের উদ্যোগ নেয়া উচিত। তাই সুনামগঞ্জ-দোয়ারা বাজার সড়কে জনদুর্ভোগের অবসান ঘটাতে কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এটাই আমাদের প্রত্যাশা।