স্টাফ রিপোর্টার ::
শহরের হাছননগরের বিশ্বজিৎ চৌহান হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার দুপুরে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনের বিচারক শহীদুল আমিনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। আত্মসমর্পণকারী দুই আসামি হলেন মঈনুদ্দিন আহমদ রিপন ও রফিকুল ইসলাম। বিশ্বজিৎ চৌহান হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।