পেঁয়াজের বাজার হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে। বাজারে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ভোগান্তি চরমে উঠেছে। এত দিন বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও মোটামুটি সবার নাগালের মধ্যে ছিল। ১৫-২০ দিন আগে বাজারে যে পেঁয়াজ ৪৫ টাকা থেকে ৫০ টাকায় পাওয়া যেত। বর্তমানে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। কয়েকদিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজ প্রতি কেজি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। মাঝে কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবার বেড়েছে পেঁয়াজের দাম। এতে বিপাকে পড়েছেন পেঁয়াজ ব্যবসায়ীসহ ক্রেতারা। দাম বাড়ার এই প্রক্রিয়া কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না।
নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা বেঁচে থাকতে হলে ন্যূনতম খাদ্য চাহিদাটুকু মেটাতেই হবে। আর তা করতে গিয়ে দাম যা-ই হোক, পরিমাণে কম হলেও কিনতে হবে। ব্যবসা থেকে নীতি-নৈতিকতা অনেক আগেই উঠে গেছে। বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় একশ্রেণির লোভী মানুষ অনায়াসে ব্যবসার নামে মানুষকে জিম্মি করে ইচ্ছেমতো বাজার নিয়ন্ত্রণ করে অন্যায্যভাবে বিপুল পরিমাণ অঙ্কের মুনাফা লুটে নিচ্ছে।
আমরা মনে করি- নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ভোগান্তি লাগবে পেঁয়াজের বাজারের ঊর্ধ্বমুখী মূল্যের লাগাম টেনে ধরে সিন্ডিকেটবাজি ঠেকাতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের বাজার মনিটরিংও জোরদার করতে হবে। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার সংশ্লিষ্ট প্রশাসন জরুরি পদক্ষেপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা।