কোনো জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠে লোক সংস্কৃতি। বাংলার লোক সমাজের ইতিহাস অতিপ্রাচীন, বৈচিত্র্যময় এবং ব্যাপক। এই ব্যাপকতার মধ্যে রয়েছে বাংলার লোককাহিনী, লোকগীতি, লোকনৃত্য, লোকক্রীড়া, লোকচিকিৎসা, লোকজ গণমাধ্যম, লোকগান, লোক ভঙ্গিমা, লোকসংস্কার- এসবই লোকসংস্কৃতির নানা অঙ্গ। দীর্ঘকাল থেকে গড়ে ওঠা লোক সম্প্রদায়ের সামাজিক আচার-আচরণ ও বিশ্বাস, যাপিত জীবন, আনন্দ-উৎসব বাংলার মানুষের প্রকৃত পরিচয় বহন করে। কিন্তু বাংলার লোক সংস্কৃতিতে এখন বিচরণ করেছে আকাশ সংস্কৃতি। এই আকাশ সংস্কৃতির আগ্রাসন চলছে বিভিন্ন মাধ্যমে। কালের ¯্রােতে আর ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে আমরা হারিয়ে যেতে বসেছি আমাদের নানা রকম ইতিহাস-ঐতিহ্য।
আমাদের গৌরবের ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি মহান দিনগুলোর চেয়ে আজকালকার তরুণদের মধ্যে বেশি প্রাধান্য পায় ভ্যালেন্টাইন ডে, ফ্রেন্ডশিপ ডে, ফাদারডে, মাদারডে আরো কতকিছু। কিন্তু এইসব দিন কিন্তু আমাদের সংস্কৃতির আওতাভুক্ত নয়। নতুন প্রজন্ম এইগুলো এখন পালন করছে, এইগুলো হচ্ছে সংস্কৃতির আগ্রাসনের কারণে। মূলত ব্যবসায়িক চিন্তাধারা থেকে পশ্চিমাদের আবিষ্কৃত নানা ডে। তারা তাদের ব্যবসায়িক চিন্তাধারা পরিবর্তন করে এইসব ডে বের করেছে। কিন্তু পশ্চিমাদের বের করা এই সব ডে আমাদের দেশের রীতিনীতি বা ধর্মের অন্তর্ভুক্ত নয়। হঠাৎ করে নিজেদের মডার্ন বা আলট্রা মডার্ন হিসেবে তৈরি করতে গিয়ে নতুন প্রজন্ম আজ নিজেদের স্বকীয়তা ভুলে গিয়ে পশ্চিমাদের নানারকম সংস্কৃতির ভিতর ঢুকে পড়ছে। এ থেকে বেরিয়ে আসার পথ অবশ্যই বের করতে হবে।
আমাদের লোকসংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ লোকসংগীত। ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, মুর্শিদি, মারফতি, কীর্তন, ঘাটু, ঝুমুর ইত্যাদি নানা অঞ্চলের নানা ধারার সংগীতের সংমিশ্রণে বাংলার লোকসংগীত যথেষ্ট সমৃদ্ধ। কিন্তু এই লোকসংগীতকে ফিউশন করে নানাভাবে বিকৃত করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের লোকসংস্কৃতি সংকটে পড়বে এটা বলাই যায়।
হাজার বছরের সমৃদ্ধ হয়ে ওঠা এসব লোক সংগীত, লোকসাহিত্য সংগ্রহ, সংকলন, স¤পাদনা এবং প্রচারের কাজ খুবই জরুরি। কাজগুলি যে হচ্ছে না তা নয় তবে তা আরও ব্যাপকভাবে হওয়া দরকার। আমরা জেনেছি, সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। তবে সরকারের দিকে চেয়ে থাকলে হবে না। আমাদের লোকজ সংস্কৃতিকে রক্ষা করতে হলে প্রত্যেককে আন্তরিক হতে হবে। আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে আমাদের প্রাণের সম্পদ আমাদের লোকসংস্কৃতি রক্ষা হোক – এটাই প্রত্যাশা।