স্টাফ রিপোর্টার ::
টেলিফোন বিল বকেয়া থাকার কারণে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে শহরের জামতলা ও ওয়েজখালি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানা পুলিশের এ অভিযানে নেতৃত্ব দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। এসময় সঙ্গে ছিলেন এসআই প্রদীপ কুমার চক্রবর্তী ও এসআই পবিত্র কুমার সিনহা।
রোববার সকালে শহরের জামতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় পংকজ কান্তি তালুকদার (৩৮)কে। তিনি জামতলার মৃত ফনিন্দ্র ভূষণ তালুকদারের ছেলে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, টেলিফোন বিল বকেয়া থাকায় তার বিরুদ্ধে ২০১৫ সালে একটি মামলা দায়ের করে টেলিফোন বোর্ড। পরে আদালত তাকে তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ।
অন্যদিকে, রোববার সকালে শহরের ওয়েজখালি এলাকা থেকে রীনা বেগম (৩৫)কে গ্রেফতার করে পুলিশ। তিনি ওয়েজখালি এলাকার মো. আব্দুল মালেকের মেয়ে। পুলিশ জানায়, টেলিফোন বিল বকেয়া থাকার কারণে চলতি বছর তার বিরুদ্ধেও মামলা করে টেলিফোন বোর্ড। পরে আদালত তাকেও তিনমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। সাজার আদেশপ্রাপ্ত আসামি হওয়ায় গতকাল রোববার তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।
এ দুইজন ছাড়াও শহরের ওয়েজখালি এলাকা থেকে চলতি বছরের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শফিক মিয়া (২৬)। সে গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের আব্দুস ছত্তারের ছেলে। গতকাল রোববার সদর মডেল থানার এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।