সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনার পাশাপাশি বিরতিহীন বাসের নিয়মিত বিরতিতে জনদুর্ভোগ দিনকে দিন বেড়েই চলছে। পথে পথে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। এ নিয়ে বাসের টিকেটধারী যাত্রীরা প্রতিবাদ করলে চালক ও হেল্পারদের অপদস্থ হতে হয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে গতকাল দৈনিক সুনামকণ্ঠে সংবাদ প্রকাশ হয়েছে।
জানাগেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস সার্ভিসের নাম বিরতিহীন হলেও সড়কে তা চলছে নিয়মিত বিরতিতে। এসব বাসে উঠে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। শুধু সুনামগঞ্জ-সিলেটই নয়, দিরাই, ছাতক, জগন্নাথপুরের বাসেরও একই অবস্থা। যা কোনোভাবে কাম্য নয়। যাত্রীদের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।