দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কাঠালিয়া গ্রামের পূর্বে উদয়তারা জলমহালের পাহারাদার মো. আমানত উল্লাহ (৫৫)-কে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত আমানত উল্লাহ কাঠালিয়া গ্রামের মৃত আব্দুছ ছোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে কাঠালিয়া গ্রামের পার্শ্ববর্তী উদয়তারা জলমহাল পাহারায় গেলে দুর্বৃত্তরা শনিবার ভোররাতে নৃশংসভাবে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়।
শনিবার সকালে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই আকিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এসআই আকিকুল ইসলাম জানান, উক্ত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।