সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্কুলের প্রাক্তন ছাত্র ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহনুর আলম শুক্রবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতা মঈনুল হকের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র ঢাকায় কর্মরত চেরিফিল্ড লি. গ্লোবাল কমপ্লায়েন্ট ম্যানেজার আখলাকুর রহমান ও ইউসুফ আল আজাদের যৌথ পরিচালনায় স্কুল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, লে. কর্নেল আতাউর রহমান পীর-এর সহধর্মীণি ফিরোজা আক্তার, জয়নগর হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি সফাত উল্লাহ, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ, প্রাক্তন শিক্ষক অধীর চন্দ্র দাস, প্রাক্তন শিক্ষক গোলাম আবদাল, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব লিলু মিয়া, জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আশিক নুর, সংকলন উপ-কমিটি’ সদস্য সচিব ও দৈনিক জলালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্র আবু তালিক আল মুরাদ, সুনামগঞ্জ উপ-কমিটি’র আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের গণমাধ্যম বিষয়ক উপ-কমিটি’র আহবায়ক ও দৈনিক সুনামগঞ্জের সময়ে’র সম্পাদক মো. সেলিম আহমদ, প্রাক্তন ছাত্র ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলা উদ্দিন, প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী আকিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র রইসুজ্জামান, জাহাঙ্গীর আলম প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি