স্টাফ রিপোর্টার ::
পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুরেশ রবি দাশ (৪৫)কে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেতগঞ্জ এলাকার সাদকপুর থেকে তাকে আটক করতে সক্ষম হয় সদর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬০লিটার দেশিয় মদ উদ্ধার করা হয়। আটককৃত সুরেশ রবি দাশ দক্ষিণ সুনামগঞ্জের মির্জাপুর এলাকার বধুরাম রবি দাশের ছেলে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেতগঞ্জের সাদকপুরে অভিযান চালায় পুলিশের বিশেষ দল। এ দলে নেতৃত্ব দেন সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম, এসআই এমরান হোসেন, এসআই লুৎফুর রহমান ও এসআই মাহবুব আলম।
এ ব্যপারে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘সুরেশ রবি দাশ চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই আমরা তাকে ধরার চেষ্টা করছিলাম। সে শহরে মদ সাপ্লাই দিতো। শুক্রবার বিকেলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে ৬০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।’