দিরাই প্রতিনিধি ::
দিরাই পৌর শহরের চন্ডিপুর ও সুজানগর গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে অর্ধশতাধিক আহত হন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। আহতদের অনেকেই দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার দুপুরে পৌর শহরের সুজানগর গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে বিপ্লব (১৭) ও চন্ডিপুর গ্রামের আব্দুল গণির ছেলে মুজিবুর রহমান (২৫)-এর মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বিপ্লব ও তার
সঙ্গীরা মুজিবুর রহমানকে মারধর করে। এর জের ধরে মুজিবুর রহমান ও তার সঙ্গীদের নিয়ে বিপ্লবের আরামবাগস্থ বাসায় হামলা চালায়। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় ব্যক্তিবর্গ চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। বিরোধের সূত্রে ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে অর্ধশতাধিক আহত হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বৃহ¯পতিবারের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী মুখোমুখি অবস্থান করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।