1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

রমজান মাসের ফজিলত ও বরকত

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬

মাও. কাজী মো. শাহেদ আলী ::
(পূর্ব প্রকাশের পর)
ইমাম আহমাদ রহ. তাঁর কিতাবে জাবের (রা.) থেকে হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সিয়াম প্রবৃত্তির তাড়না থেকে বাঁচার জন্য ঢাল-এর মাধ্যমে বান্দা আগুন থেকে মুক্তি পায়।
সিয়াম জান্নাতের পথ: ইমাম নাসাঈ (রহ.) আবু উমামা রা. থেকে বর্ণনা করেন, হে আল্লাহর রাসুল আমাকে এমন বিষয়ের নির্দেশ দেন যার মাধ্যমে
আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। রাসুল সাল্লাল্লাহু আলইহি আসাল্লাম বলেন: তুমি সিয়াম পালন কর। কেননা এর কোন তুলনা নেই। জান্নাতে একটি দরজা আছে সেখান দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে। সাহল ইবনে সাআদ রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন: জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামত দিবসে সেখান দিয়ে সিয়াম পালনকারী প্রবেশ করবে। সে দরজা দিয়ে অন্য কেহ প্রবেশ করবে না। বলা হবে: সিয়াম পালনকারী কোথায়? তারা দাঁড়াবে, তারা ছাড়া আর কেহ প্রবেশ করবে না। তারা প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেয়া হবে। আর কেহ সে স্থান দিয়ে প্রবেশ করবে না। (বুখারী মুসলিম)।
সিয়াম পালনকারীর জন্য সিয়াম সুপারিশ করবে: ইমাম আহমদ রহ. আব্দুল্লাহ ইবনে অমর ইবনুল (রা.) থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন: সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামত দিবসে সুপারিশকারী হবে, সিয়াম বলবে, হে প্রভু আমি তাকে দিনের বেলায় খাওয়া এবং প্রবৃত্তির তাড়না থেকে নিবৃত্ত রেখেছি, তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাত্রের ঘুম থেকে বিরত রেখেছি, তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন, আল্লাহ তাআলা বলবেন: তাদের সুপারিশ গ্রহণ করা হল। (চলবে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com