স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলমের মাতা হালেমা বেগম (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জুমআ জানাজা শেষে তাঁকে শহরের মোহাম্মদপুর দরগাহ গোরস্থানে দাফন করা হবে। জাহাঙ্গীর আলমের মায়ের মৃত্যুতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমা হালেমা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন নারীনেত্রী শীলা রায়, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামকণ্ঠ সম্পাদক ও উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি বিজন সেন রায়, ডা. সালেহ আহমদ আলমগীর, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরীফা আশরাফী সম্পা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইকবাল কাগজী, যুব ইউনিয়ন সভাপতি অ্যাড. এনাম আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, সাংস্কৃতিক সংগঠক প্রদীপ পাল নিতাই, অ্যাড. প্রসেনজিৎ দে, শিল্পী অঞ্জন চৌধুরী, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, সাংবাদিক খলিল রহমান, শামস শামীম, মাহমুদুর রহমান তারেক, মাইদুল রাসেল, শামছুল কাদির মিছবাহ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, ছাত্র ইউনিয়ন সভাপতি মো. রইসুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমদ প্রমুখ।