ধান পাকলে বাঁধ নয়, ধান রোপণের সময় হাওরপাড়ের কৃষকদের নিয়ে মতবিনিময় করে দুর্নীতিমুক্ত এবং পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে হবে। এমন সিদ্ধান্তের বাস্তবায়ন করার দাবি জানিয়েছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। বিগত সময়ে বার বার হাওরের উৎপাদিত ফসল পানিতে তলিয়ে গেছে দুর্যোগের কারণে। তাই ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাওরের কৃষক।
হাওরের ফসল রক্ষায় অনিয়ম-দুর্নীতিমুক্ত বাঁধ নির্মাণে এবার ধান পাকার সময় বাঁধ নয়, ধান রোপণের সময় ফসলরক্ষা বাঁধ দিতে হবে। কৃষকদের সঠিক পরিকল্পনা বাঁধ নির্মাণের সময় কাজে লাগাতে হবে। সচেতনমহল হাওরের বাঁধ গড়ার সময় সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য হাওরপাড়ের বাসিন্দা কৃষকসমাজকে সচেতন করে জাগিয়ে তোলতে হবে।
তবে সবার আগে প্রয়োজন হাওরের সমস্যা চিহ্নিত করা, সঠিক সমাধানের উপায় বের করতে হাওরের কৃষকদের কাছ থেকে সরেজমিনে তথ্য সংগ্রহ করা, সভা সেমিনারে হাওরের সমস্যা উত্থাপন করে তা চিহ্নিত করা, হাওরের সমস্যা জানা এবং কৃষকদের সচেতন করে তোলতে সকল উপজেলায় সব হাওরে সভা করাসহ সঠিক পরিকল্পনা গ্রহণ করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে বাঁধ নির্মাণের যথাযথ ব্যবস্থা নেবেন এটাই কাম্য।