1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

উন্নত বিশ্বের সঙ্গে ব্যবধান অনেক : এমএ মান্নান

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

সুনামকণ্ঠ ডেস্ক ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে আমরা চমৎকার উন্নয়ন করেছি। তবে উন্নত বিশ্বের সঙ্গে এখনো অনেক ব্যবধান রয়েছে। তাই তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে আরও এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ন্যাশনাল আইসিটি ইনফ্রো-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেস-২ (এনফো সরকার)’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই খাতের উন্নয়ন মেধা ও পরিশ্রমের মাধ্যমে করতে হবে। যেমনটি শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এগিয়েছি।
অনুষ্ঠানে তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩০ জুন ইনফো-সরকার-২ প্রকল্প শেষ হচ্ছে। এখন ইনফো-সরকার-৩ বাস্তবায়ন শুরু হবে। আওয়ামী লীগ সরকারের রূপকল্প ২০২১ এর আওতায় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইনফো-সরকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।
তিনি আরো বলেন, সরকারি অফিসগুলোর মধ্যে কানেকটিভিটি স্থাপন হলেও এখন লক্ষ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তা স্থাপন করা। এজন্য পিপিপির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়েছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ক¤িপউটার কাউন্সিল সমিতির নির্বাহী পরিচালক এ এস এম আশরাফুল ইসলাম, ইনফো-সরকার প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com