সুনামকণ্ঠ ডেস্ক ::
বৈদ্যুতিক খুঁটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ঝুলন্ত তার বা ক্যাবল অপসারণের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি বলছে, বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে ঝুলন্ত তারের মাধ্যমে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোজন ও গ্রহণ অবৈধ। তাই বৈদ্যুতিক খুঁটি থেকে ক্যাবল সরিয়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে গ্রাহকদের সেবা দেয়ার নির্দেশ দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির মুখপাত্র সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যুতের খুঁটিতে তার ঝুলিয়ে রাখার জন্য অনেক ক্ষেত্রেই সাধারণ মানষের জীবনের ঝুঁকি বাড়ছে। পাশপাশি বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে। এছাড়া শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে।’