স্টাফ রিপোর্টার ::
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এডিপির উদ্যোগে দুদিন ব্যাপি ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের উপর সেশন পরিচালনা করা হয়। সুনামগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করছে ওয়াল্ড ভিশন। এরই ধারাবাহিকতায় ১১টি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীর ওয়াশ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন। বিদ্যাালয় গুলো হচ্ছে নবীনগর, মোহাম্মদ পুর, ষোলঘর, হাছননগর, নতুন হাছন নগর, কালিপুর, মল্লিক পুর, ওয়েজখালি, বড়পাড়া, তে ঘরিয়া, প্রাথমিক বিদ্যালয় এবং আইডিয়াল একাডেমী। সেশনে ওয়াশের ৫টি বিষয়ে শিক্ষা প্রদান ও উপহার হিসেবে ১হাজার ৮০জন শিক্ষার্থীদের মাঝে লাইফবয় সাবান বিতরণ করা হয়। উক্ত সেশনগুলো পরিচালনা করেন ২০জন নিউট্রিশন প্রোমোটারগণ। তাদেরকে সহযোগিতা করেন সুপারভাইজার জাহিদ হাসান ও আফজাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস ও সুমন কুবি এসএসএসও।