স্টাফ রিপোর্টার ::
আসন্ন রমজান মাস উপলক্ষে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার ও পল্লী বিদ্যুতের এ.জি.এম সোহেল পারভেজ। সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অতিরিক্ত দুই মেগাওয়াট বিদ্যুৎ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।