সুনামগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী যাত্রীবাহী বিরতিহীন গাড়ির মান উন্নয়ন, উন্নত যাত্রীসেবা নিশ্চিত, চালক, কন্ডাক্ট্রর, স্টাফ ও বাস টার্মিনালে কর্তব্যরত ম্যানেজারদের আচরণ যাত্রীবান্ধব করার লক্ষ্যে গতকাল রোববার সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বিরতিহীন সার্ভিসের মান উন্নতিকরণ ও সেবার মান যাত্রী কল্যাণে পরিচালনা করতে মালিক-শ্রমিকগণ ঐক্যমত পোষণ করেন। সভায় বলা সিদ্ধান্ত নেয়া হয়- বিরতিহীন গাড়ি ৩১টিকেট পূর্ণ হওয়া মাত্র গন্তব্যের উদ্দেশ্যে গেইট লক করে বাস টার্মিনাল ত্যাগ করতে হবে। রাস্তায় বাস থামিয়ে কোন যাত্রী উঠালে চালকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। টিকেটের উল্টোদিকে যাত্রীদের অভিযোগের জন্য মোবাইল ফোন নাম্বার সংযুক্ত থাকবে। এখন থেকে আকারে ছোট সংকীর্ণ সিটযুক্ত গাড়িকে বিরতীহীন ট্রিপ প্রদান করা হবে না এছাড়া ভবিষ্যতে যাত্রীদের সুপারিশের আলোকে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাবুল, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সেক্রেটারি মুহাম্মদ জুয়েল মিয়া, টার্মিনাল সম্পাদক আলাল খাঁন, সদস্য মোরসেদ আলম, সিলেট-সুনামগঞ্জ-ছাতক-দিরাই বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সহ-সভাপতি মইনুল হক, কোষাধ্যক্ষ আমির আলী, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, ফয়জুনূর, কোষাধ্যক্ষ আমজদ হোসেন, সিলেট বাস শ্রমিক শাখা কমিটির সভাপতি রঞ্জিত দত্ত, সাধারণ সম্পাদক অশোক দেব, সিলেট মিনিবাস শ্রমিক শাখা কমিটির সভাপতি মো. শাহজাহান, সম্পাদক ইমামুল মজিদ, সুনামগঞ্জ বাস মিনিবাস শ্রমিক শাখা কমিটির সভাপতি সেতু মিয়া, সেক্রেটারি হাজী নূরুল হক, সুনামগঞ্জ মিনিবাস বাস শ্রমিক শাখা কমিটির সভাপতি আব্দুল কাহার, শ্রমিক নেতা ফখর উদ্দিন, সিলেট মটর মালিক গ্রুপের ম্যানেজার রুকন উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি