1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ভোট বিশ্লেষণ : তাহিরপুরে ইউপি নির্বাচন : দলীয় কোন্দলে নৌকার ভরাডুবি, ধানের শীষের জয়জয়কার

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০১৬

রাজর চন্দ ::
আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে তাহিরপুরে নৌকার ভরাডুবি হয়েছে। আ.লীগের কোন্দলের সুযোগকে কাজে লাগিয়েছে বিএনপি। ফলে বিএনপি’র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন পরবর্তী ভোট বিশ্লেষণে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। এ উপজেলার ৭ ইউনিয়নে ৪টিতে বিএনপি, ২টি আওয়ামী লীগ বিদ্রোহী ও ১ টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উত্তর শ্রীপুর ইউনিয়নে বিএনপি’র হাজী খসরুল আলম ৯ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান হাজী আবুল হোসেন খাঁন ৮ হাজার ৯৫৮ ভোট পেয়েছেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার ৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মহসিন রেজা মানিক ২ হাজার ৭১২ ভোট পান।
বড়দল দক্ষিণ ইউনিয়নে বিএনপি’র আলহাজ্ব আজহার আলী ২ হাজার ৭০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাজী এম ইউনুছ আলী ২ হাজার ২৭০ ভোট পান।
বড়দল উত্তর ইউনিয়নে বিএনপি’র আবুল কাসেম ৬ হাজার ৬২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মাসুক মিয়া ৫ হাজার ১৭১ ভোট পেয়েছেন।
বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আফতাব উদ্দিন ১০ হাজার ২৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন ৯ হাজার ২৯৫ ভোট পেয়েছেন।
তাহিরপুর সদর ইউনিয়নে বিএনপি’র মো. বোরহান উদ্দিন ২ হাজার ২৯৪ ভোট জয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আতিকুর রহমান ১ হাজার ৭০৮ ভোট পান।
বালিজুরী ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল জহুর ৩ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান ৩ হাজার ১৪ ভোট পেয়েছেন।
ভোট বিশ্লেষকরা বলছেন, দলীয় কোন্দল ছাড়াও প্রার্থী বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত না নেয়ায় তাহিরপুরে আ.লীগ কাক্সিক্ষত ফলাফল পায়নি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি’র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com