স্টাফ রিপোর্টার ::
শেষ দফা নির্বাচনে জামালগঞ্জ এবং বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ভরাডুবি হয়েছে। জামালগঞ্জের চারটি এবং বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে একটিতেও পাস করতে পারেনি বিএনপি। এ দুটি উপজেলায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে তাহিরপুরের সাতটি ইউনিয়নের মধ্যে তাহিরপুরে চারটি ইউনিয়নে পাস করেছে বিএনপি।
তাহিরপুর সদরে বিএনপি প্রার্থী মো. বুরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়নে বিএনপি প্রার্থী আজাহার আলী, উত্তর বড়দল ইউনিয়নে বিএনপি প্রার্থী আবুল কাশেম এবং উত্তর শ্রীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী খসরুল আলম বিজয়ী হয়েছেন।
এদিকে জামালগঞ্জের চারটি এবং বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নের একটিতেও জয় পায়নি বিএনপি। তবে কয়েকটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে।