মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে গতকাল শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রানা নৌকা প্রতীকে ৬৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সামছুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৫১৫১ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচন বর্জনকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক আনারস প্রতীকে ১২২ ভোট পান।
সংরক্ষিত ১, ২, ৩নং ওয়ার্ডে নারী সদস্য পদে রোকসানা বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডে এলাছি বিবি ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে আম্বিয়া বেগম নির্বাচিত হয়েছেন। সাধারণ ১নং ওয়ার্ডে সদস্য পদে মাহমুদ মিয়া, ২নং ওয়ার্ডে বর্তমান সদস্য নাজমুল হক, ৩নং ওয়ার্ডে বজলু মিয়া, ৪নং ওয়ার্ডে তেরাব মিয়া, ৫নং ওয়ার্ডে ইছরাক আলী, ৬নং ওয়ার্ডে বর্তমান সদস্য আবুল কালাম, ৭নং ওয়ার্ডে মিলাদ মিয়া, ৮নং ওয়ার্ডে বর্তমান সদস্য মুকিত মিয়া ও ৯নং ওয়ার্ডে আব্দুল জলিল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাত সোয়া ৯টার দিকে জগন্নাথপুর উপজেলা পরিষদের কন্ট্রোলরুমে নির্বাচনী ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার একেএম মখলিছুর রহমান।