স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস চালুসহ যাত্রী সেবার মান উন্নয়নে জনদাবির সাথে একাত্মতা পোষণ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা পরিষদ ও সকল ইউপি চেয়ারম্যান এবং সদস্য-সদস্যা সমন্বয়ে আজ রোববার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন জনপ্রতিনিধিগণ।