স্টাফ রিপোর্টার ::
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ নারীসহ ২৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হবিপুর গ্রামে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৭টায় গ্রামের সিরাজ আলী ও প্রাক্তন ইউপি সদস্য আঞ্জব আলী পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৫জন আহত হন। এর মধ্যে ৯জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন সিরাজ আলী পক্ষের অজর আলীর ছেলে সিরাজ আলী (৪৫), চান্দ আলীর ছেলে ইলিয়াছ আলী (৩৮), ইদ্রিস আলী (৩৪), সিরাজ আলীর ছেলে তোরণ মিয়া (১৫), কালা মিয়ার স্ত্রী ইন্দ্রমালা (৪০), আরশ আলীর স্ত্রী আছমা বেগম (৪৫), ইলিয়াস আলীর স্ত্রী রাবিয়া বেগম (৩৫)। আঞ্জব আলী পক্ষের আহতরা হলেন আরব আলীর ছেলে জসিম (৩৫), মাসুক মিয়ার স্ত্রী রাহিমা বেগম (৩০)। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যায়। সিরাজ আলীর পক্ষের লোকজনের দাবি, গ্রামের প্রাক্তন মেম্বার আঞ্জব আলী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নিরীহ লোকদের উপর হামলা চালায়। এতে ৩ নারীসহ ২০জন আহত হয়েছেন।
এদিকে প্রাক্তন ইউপি সদস্য আঞ্জব আলী পাল্টা অভিযোগ করে বলেন, সিরাজ আলীর লোকজন প্রথমে আমাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের পক্ষের ৫জন আহত হয়েছেন। গুরুতর আহত ২জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।