বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন জাতীয় ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দেশের প্রত্যেক জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে ড. নিমচন্দ্র ভৌমিক, অ্যাড. রানা দাস গুপ্ত, ড. চন্দ্রনাথ পোদ্দারসহ সাবেক ছাত্রনেতা অসীম কুমার উকিল, মুকুল বোস প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত বর্ধিত সভায় সারাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়। তাছাড়া ইউপি নির্বাচনের পরবর্তী বেশ কিছুক্ষেত্রে পরাজিত প্রার্থীদের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরসহ শারীরিক নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে সরকারের নিকট শাস্তির দাবি করা হয়।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু, সাধারণ সম্পাদক অ্যাড. তাপস পালসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি