জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য মোট ৩৫ কোটি ১ লক্ষ ৮০ হাজার টাকা বাজেট পেশ করেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। বাজেটে ব্যয় দেখানো হয় ৩৪ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার টাকা ও উদ্বৃত্ত দেখানো হয় ৩৫ লক্ষ টাকা। বাজেট পেশ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকেলে পৌর ভবন প্রাঙ্গণে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন এবং পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম, পৌর আ.লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মানস রায়, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ.লীগ নেতা নিখিল কুমার বৈদ্য, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ছালিক আহমদ ডন, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, সাংবাদিক শংকর রায়, তাজ উদ্দিন আহমদ প্রমুখ।
এ সময় পৌর সচিব মোবারক হোসেন, প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, মামুন আহমদ, তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, সুহেল আহমদ, আবাব মিয়া, দ্বীপক কান্তি গোপ, আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক আজহারুল হক ভূইয়া শিশু, এমডি মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।