কৃষক নেতা, গরিব-মেহনতি মানুষের বন্ধু কমরেড লালমোহন রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সাধারণ সম্পাদক বিমল বণিক, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি নারীনেত্রী শীলা রায়, বর্তমান সভাপতি গৌরী ভাট্টাচার্য, সাধারণ সম্পাদক শরীফা আক্তার চম্পা, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি রইসুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক চৌধুরী প্রমুখ। নেতৃবৃন্দ, কমরেড লালমোহন রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি