সুনামকণ্ঠ ডেস্ক ::
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ ধাপে সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে স¤পন্ন করতে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছে সংস্থাটি।
শুক্রবার ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাটি পাঠিয়েছেন। আজ শনিবার শেষ ধাপে দেশের ৭ শতাধিক ইউপিতে নির্বাচন হবে।
নির্দেশনায় বলা হয়, চলমান ইউপি নির্বাচনের পাঁচটি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম পর্যায়ের ইউপি নির্বাচনেও বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি ঘটেছে এবং বেশ কিছু প্রাণহানি হয়েছে, যা কোনোমতেই কাম্য নয়।
‘এই অবস্থায় ৪ জুন শেষ পর্যায়ে অনুষ্ঠেয় ইউপি নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে ইসি।’
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ নির্দেশনার অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাব, আনসার, বিজিবি মহাপরিচালককেও পাঠানো হয়।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
পাঁচ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রায় ১০০ জন নিহত হয়েছে। তাই ষষ্ঠ ধাপের ভোটের আগের দিন এ অধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ইসি।