জগন্নাথপুরে যাত্রী ছাউনিতে বসার পরিবেশ নেই। রোদ-বৃষ্টির সময় পথচারীদের আশ্রয়গ্রহণ ও পরিবহন যাত্রীদের অপেক্ষমান প্রহরে বিশ্রামের জন্য গড়ে তোলা হয় যাত্রী-ছাউনি। নির্মিত এ যাত্রী ছাউনি এখন ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কর্মকা-ে। যাত্রী ছাউনিতে বসার স্থান না পেয়ে যাত্রী বা পথচারীরা রোদ-বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে গাড়ির জন্য রাস্তার উপরে অপেক্ষা করতে হয়। জেলা পরিষদ কর্তৃক যাত্রী সাধারণের জন্য নির্মাণ করা হয়েছে জগন্নাথপুরে যাত্রী ছাউনি। কিন্তু এ যাত্রী ছাউনির স্থান দখল করে ব্যবসা-বাণিজ্যের স্থান হিসেবে গড়ে তুলেছে স্থানীয় অসাধু ব্যবসায়ীরা। এ বিষয়ে গত বৃহস্পতিবার দৈনিক সুনামকণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জগন্নাথপুর পৌর সদরের মাদ্রাসা পয়েন্টে নির্মিত যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে গেছে। যাত্রী ছাউনিতে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকানপাট। এখানে ৩টি স্থায়ী ও একটি অস্থায়ী দোকান রয়েছে। দিলীপ ঘোষ নামের এক ব্যক্তি একটি দোকানের মালিক। তার দোকান ঘরটি সন্টু দাস নামের এক ব্যবসায়ীকে তিনি ভাড়া দিয়েছেন। এ যাত্রী ছাউনিতে রয়েছে আরেকটি দোকান। সেটির মালিক অখিল ঘোষ। এরপর রয়েছে আরও একটি দোকান। যাত্রী ছাউনিতে অস্থায়ী দোকানের আরেক মালিক লিটন রায়। তিনিও দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে চলেছেন। এসব ব্যবসায়ীরা যাত্রী ছাউনিটি দখল করে রাখায় যাত্রীরা বসতে বা দাঁড়াতে পারছেন না। এতে দিন দিন যাত্রীদের ভোগান্তি বেড়ে চলেছে।
যাত্রী সাধারণের ভোগান্তির অবসান ঘটাতে দ্রুত বেদখল হয়ে যাওয়া যাত্রী ছাউনিটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন এটাই প্রত্যাশা করি।