স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াখালী বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন।
ছাত্রদল নেতা হোসাইন আহমেদ ও জসিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এওয়ার হোসেন হৃদয়।
সমাবেশে অন্যান্যেদের বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম রব্বানী, ময়না মিয়া, ইউপি সদস্য শামছুনুর, নূর আলী, মোসাহিদ, ওজিত, যুবদল নেতা ফয়সল আহমদ, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রামের সদস্য সচিব দিলোওয়ার হোসেন, ছাত্রদল নেতা রেজাউল করিম, জাকির, মুন্না, আখলাক, সালেহ, ইমরান, তুহিন, কাউসার, সালমান, দুলাল, সালাউদ্দিন, সবজু ১, সবুজ ২, শাহীন, রিপন, সুহেল, ফাহাদ, এনাম, হুমায়ূন, জাকারিয়া, নবী হোসেন, রুহেল আহমেদ জাবের আল সাইফ।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম হেলাল বলেন, ‘অতীতের ন্যায় আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যান গার্ড হিসেবে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ক্রান্তিকাল থেকে ছাত্রদলকেই রক্ষা করতে হবে।’
তাছাড়া তিনি এই সমাবেশে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ঐক্যবদ্ধভাবে সফল করার আহ্বান জানান।