স্টাফ রিপোর্টার ::
সদর উপজেলার জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালে ছাত্রদেরকে বেধড়ক মারধর করায় তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে শিক্ষকের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করে।
জানা যায়, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বৃহস্পতিবার ক্লাস চলাকালে প্রাইভেট পড়া সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন ছাত্রকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় আহত ছাত্ররা সহ বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে তার অপসারণ দাবি করে।
এদিকে শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করায় বখাটেপনার অভিযোগ এনে অভিযুক্ত শিক্ষক তাদের শাস্তির হুমকি দিচ্ছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া এবং সহকারি প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।