1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সুনামগঞ্জকে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ সফল হোক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

হাওর কন্যা সুনামগঞ্জকে ব্র্যান্ডিংয়ে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলার পর্যটনখাতে অধিকতর গুরুত্ব দিয়ে এর উন্নয়ন বিষয়ে দ্রুততম সময়ে কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রগুলোও চিহ্নিত করা হয়েছে। জেলা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সুনামগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনকে তুলে ধরা হবে।
দেশের বিভিন্ন প্রান্তের ও বিদেশি পর্যটকদের সুনামগঞ্জের এসব দৃষ্টিনন্দন এলাকার প্রতি আকর্ষণ বাড়াতেই এসব কাজ বাস্তবায়ন করবে প্রশাসন। ইতিমধ্যেই তাহিরপুরের টেকেরঘাট এলাকার নিলাদ্রী লেক-কে কেন্দ্র করে তিন’শ একরেরও বেশি জায়গা নিয়ে পার্ক ও পিকনিক স্পট গড়ে তোলার কাজ শুরু করেছে প্রশাসন। তাছাড়া পর্যটকদের আকৃষ্ট করতে নেয়া হয়েছে নানা পরিকল্পনা।
জেলা ব্র্যাডিংয়ের ক্ষেত্রগুলোর অন্যতম টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী ডিসি পার্ক, বারেকের টিলা, যাদুকাটা নদী, পণাতীর্থ পুণ্যস্থান, সম্পর্কযুক্ত-লোকজ গান, হাছনরাজার গান, রাধারমণ দত্তের ধামাইল গান, হাছনরাজার বাড়ি, সুখাইড় জমিদার বাড়ি, ডলুরা স্মৃতিসৌধ, গৌরারং জমিদার বাড়ি, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, শাহ আব্দুল করিমের বসতভিটা, রাধারমণ দত্তের সমাধি, আছিম শা’র মাজার, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, লোককবি দুর্বিন শাহের সমাধি, ইংলিশ টিলার স্মৃতিসৌধ, শাহ আরেফিন (র.)-এর মাজার, সুরমা নদী ইত্যাদি দর্শনীয় স্থান পর্যটকদের কাছে তুলে ধরা হবে।
তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা টেকেরঘাটের অন্যতম আকর্ষণ হিসেবে জেলাবাসীর সামনে আসছে ‘ডিসি পার্ক’। ওই এলাকায় ‘ডিসি পার্ক’ নির্মাণের লক্ষ্যে ৪৬ লক্ষ ৯৭ হাজার ৫৯৩ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এই স্থানে নৌকাঘাট, গণশৌচাগার, ৫টি ছাতা, সীমানা প্রাচীর, বসার বেঞ্চ ও গোলঘর নির্মাণ করা হবে।
সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য্যকে বিশ্বের দরবারে তোলে ধরার জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে আমরা তার সফলতা কামনা করি। আমরা মনে করি, হাওর কন্যা সুনামগঞ্জকে জেলা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণও জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com